header banner

মাধ্যমিকে ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম হাওড়ার বাগনানের অনুস্মিতা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মাধ্যমিকের ফলপ্রকাশে জেলার জয়জয়াকার। মাধ্যমিকের সেই মেধা তালিকায় ২০২৩ সাকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে হাওড়ার বাগনান আদর্শ গার্লস হাইস্কুলের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। তার পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। গ্রামের মেয়ের এই সাফল্যের খুশি তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তার কৃতিত্বে হাওড়া তথা সারা বাগনানের আজ একটি গর্বের দিন। 

{link}

ফলাফল প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুস্মিতা জানায়, সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা নিয়মিত পড়াশোনা করত। তবে মাধ্যমিকের আগে একমাস আরো অনেক বেশি পড়াশোনা করেছে সে। প্রতিটি বিষয়ের জন্যই তার আলাদা গৃহ শিক্ষক ছিলেন। এই সাফল্যের জন্য তার আগের স্কুল, বর্তমান স্কুল এবং বাবা-মা আত্মীয়-স্বজন সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছে অনুস্মিতা। অনুস্মিতা বলে সে পড়াশোনা ছাড়াও তার বাগান পরিচর্যার শখ আছে। পাশাপাশি সে মোবাইলে গেম খেলতে ভালবাসে। কখনো কখনো সে নাচ করে। নাচের অনুষ্ঠানেও যায়। এবং বাড়ির পাশে এক ভাইয়ের সঙ্গে সে নিয়মিত খেলতে ভালোবাসতো। এখন তার ইচ্ছা আগামী দিনে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া।

{ads}

news Madhyamik Exam 2023 West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article