শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মাত্র ১০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর (Anubrata Mondal) বৈঠক। ব্যাস, সব সমস্যার সমাধান। কাজল শেখ নয়, আবার ফিরতে চলেছে অনুব্রতর সাম্রাজ্য। সোমবার প্রশাসনিক বৈঠক ও পদযাত্রা শেষে বোলপুর রাঙাবিধান গেস্ট হাউসে তৃণমূলের (TMC) জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
{link}
বৈঠকে অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, শতাব্দী রায়, অসিত মাল, কাজল শেখ, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ওই বৈঠকেই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, সূত্রের খবর, কোর কমিটিতে একজন আদিবাসী নেতাকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মমতা। এদিন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে, বীরভূমে তৃণমূলে অনুব্রতর গুরুত্ব আবার বাড়ায়। একসময় জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন তিনি।
{link}
শাসকদলের জেলা সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন। এমনকি, ২০২২ সালের অগস্টে গরু পাচার মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করার পরও জেলা সভাপতি পদ থেকে সরাননি মমতা। তাঁকে বীরভূমের বাঘ বলে মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। ২ বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর অবশ্য বীরভূমে অনুব্রতর সেই প্রভাব কমতে দেখা যায়। জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়। দলের জেলা কোর কমিটির শুধুমাত্র একজন সদস্য হিসেবে থাকেন তিনি।
{ads}