header banner

পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল করা নিয়ে দুই কাউন্সিলারের মধ্যে বচসা, মারধর

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: পানিহাটি পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগড় মহেন্দ্রনগর এলাকার ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে  দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ। ঘটনাটিকে কেন্দ্র করে ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন কুন্ডুর বিরুদ্ধে মারধোর করার অভিযোগ করলেন ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা বর্তমান ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা টুলুরানী দাস। একইভাবে পাল্টা মারধর ও গালিগালাজ করার অভিযোগ করেন ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন কুন্ডু। পার্টি অফিসের ব্যানার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠলো দুই পৌর প্রতিনিধির বিরুদ্ধেই । 

{link}
স্থানীয় সূত্রে খবর বচসার কারনে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে ঘোলা থানার চার গাড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ প্রথমে কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও তখন তারা ব্যর্থ হয়। তাপর ভিড় হটাতে লাঠি উচিয়ে তাড়া করতে হয় পুলিশ কে। এরপর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ঘটনাস্থলে এসে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। স্থানীয় ও রাজনৈতিক মহলের মতে এই ঘটনাই ফের প্রকাশ্যে তুলে ধরল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এখন শীর্ষ নেতৃত্বের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Panihati TMC Fight North 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article