header banner

শুভেন্দুর আগমন শুধু সময়ের অপেক্ষা – বিষ্ফোরক অর্জুন সিং

২০২১-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে পারদ চড়ছে রাজনৈতিক মহলে। শোরগোল বেঁধেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও। এরই মাঝে আলোচলায় নতুন মোড় আনল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আগামী দিনে বিজেপিতে আসছেন শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দু অধিকারী-ই নন, শিবির বদলে তৈরি আরও পাঁচ তৃণমূল সাংসদও। তাঁদের বিজেপিতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই রূপ মন্তব্য করে জল্পনাকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন সাংসদ অর্জুন সিং। {ads}
"শুভেন্দুর মত নেতা দল ছাড়লে তৃণমূলে আর কিছু থাকবে না। সরকার পড়ে যাবে”, গত শুক্রবার ছট পূজা উপলক্ষ্যে নৌকোয় চেপে পূজায় অংশগ্রহণ করে পূণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর সময় এমন মন্তব্য করেন বিজেপি সাংসদ। যথেষ্ট প্রত্যেয়ের সাথেই এইরুপ বিবৃতি দিলেন তিনি। শুধু শুভেন্দু অধিকারীই নন, তার বক্তব্যে ছিলেন সাংসদ সৌগত রায়ও। সৌগত রায় সম্পর্কে অর্জুন সিং বলেন, "সৌগত রায় শুধু ক্যামেরার সামনেই তৃণমূল তৃণমূল করে চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে সেই দলে আছেন সৌগত রায়ও।" 
তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে পারস্পরিক অভ্যন্তরীণ মতবিরোধ ঘি ঢালছে বিভেদের আগুনে। একদিকে নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনিশ্চয়তার মধ্যে রেখেছে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে এবং অন্যদিকে সাংসদ অর্জুন সিং-এর এইরুপ বক্তব্য যে প্রশ্ন তুলবে দলের লোকের বিশ্বাসযোগ্যতা নিয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন শেষ পর্যন্ত কার ঘুঁটি সাজানো দৃঢ় হয় সেটা নির্ধারণ করে দেবে বিধানসভা নির্বাচনের ফলাফল। {ads}
 

Arjun Singh Shubhendu Adhikari Saugata Roy Rumour about Resignation BJP TMC West Bengal

Last Updated :