header banner

নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো হাওড়ায়

article banner

যতদিন এগোচ্ছে তত নির্বাচনের দিন এগিয়ে আসছে। বাড়ছে শোরগোল, মারপিট, দাঙ্গা। আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হতে পারে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই হাওড়াতে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। গতশনিবার বিকেলে হাওড়াতে এসে পৌছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার আগেই ওইদিন সকালেই দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নামতে দেখা গিয়েছিল দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। হাওড়াতে উপস্থিত হওয়া এই কেন্দ্রীয় বাহিনীকে রবিবার সকালে নিয়ে যাওয়া হয় ব্যাঁটরা থানায়। পরে তাদের রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা যায়।


সামনেই একুশের ভোটের নিরাপত্তা রক্ষার্থে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়েকদিন আগেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে, রাজ্য নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন তাদের শান্তিপূর্ণভাবে রাজ্যে ভোট চান। জনসাধারণের রক্ষার্থে আসন্ন নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চলছে। ইতিমধ্যে রাজ্যে প্রায় বলতে গেলে ভোটের ঘণ্টা বেজে উঠেছে। বুঝতেই পারা যাচ্ছে অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে।  

{ads}  
 

Army Army Of India Central Army Assembly Elections Politics Howrah Howrah Police Stations Bantra Police Station India

Last Updated :