header banner

সহকর্মীদের কাঁধে চড়ে কফিনবন্দী দেহ গ্রামে ফিরলো সেনা জওয়ান শৌভিক হাজরার

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কয়েকদিন আগেই হয়েছিল চাকরি। ফেরার কথা ছিল বীরদর্পে ভারতীয় সেনাবাহিনীর পোশাকে। ফিরলেন, কিন্তু সহকর্মীদের কাঁধে চড়ে। শেষবারের মতো, কফিনবন্দী দেহ গ্রামে ফিরলো সেনা জওয়ান শৌভিক হাজরার। রবিবার গভীর রাতে ওন্দার খামারবেড়িয়া গ্রামের বাড়িতে ২২ বছর বয়সী এই তরতাজা যুবকের দেহ এসে পৌঁছায়। শীতের রাতেও গ্রাম ছাড়িয়ে এলাকার কয়েক হাজার মানুষ শেষবারের মতো একবার চোখের দেখা দেখতে হাজির হন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার ছবি বুকে নিয়েও হাজির হন অনেকে।

{link}       

প্রসঙ্গত, শৌভিকের যখন মাত্র পাঁচ মাস বয়স তখন তার মা দিপালী হাজরা মারা যান। আর তারপর থেকেই ওন্দার খামারবেড়িয়া গ্রামেই তার পড়াশুনা ও বেড়ে ওঠা। ২০১৯ সালে ওন্দা থানা মহাবিদ্যালয়ে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই শৌভিক যোগ দেন সেনাবাহিনীতে। চলতি বছরে পূজো শেষে ছুটি কাটিয়ে ফিরে যান কর্মক্ষেত্রে। গত শুক্রবার সেখানকার মাচাল সেক্টরে টহলদারীর সময় আচমকাই তুষার ঝড়ে মৃত্যু হয় বাঁকুড়ার শৌভিক সহ তিন সেনা জওয়ানের। কাশ্মীর থেকে বিমানে কলকাতা নেতাজী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে গভীর সড়ক পথে ওন্দার গ্রামে এসে পৌঁছায় সেনা জওয়ান শৌভিকের নিথর দেহ।

     যদিও তার এই অকালমৃত্যু মেনে নিতে পারছেননা কেউই। মাত্র পাঁচ মাস বয়স থেকে 'চোখের সামনে বড় হওয়া' ছেলেটা অকালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে ভাবতে পারছেননা মামাবাড়ির মানুষ। এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দিয়ে শৌভিক হাজরাকে শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

{ads}

news Indian Army Myrtis West Bengal Bankura সংবাদ

Last Updated :