নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: সারপ্রাইজ চেকিং চলাকালীন আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা। নৈহাটি জাংশানে ওই যুবকের কাছ থেকে এই বিপুল পরিমান টাকা উদ্ধার করয়েছে নৈহাটি জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম অভিষেক সোনকার, বযস ২৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যানা গেছে সে টিটাগর এর বাসিন্দা। সেখান থেকেই মঙ্গলবার এই টাকা নিয়ে সে যাচ্ছিল। সেই টাকাও ছিল পিঠের একটি ব্যাগে জিন্সের প্যান্টের পিছনে লোকানো অবস্থায়। এখন অভিষেক ধৃত হওয়ার পর তার ব্যাগ থেকে যে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে সেই টাকা নিয়ে সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোথা থেক সে এতো টাকাপেল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই দুটি বিষয় নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে পুলিশ। পিছনে কোন বড়ো মাথা থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
{link}