header banner

পুজোর আগে বড়সড় কেপমারি গ্যাং এর হদিস, পুলিশের হাতে ডোমজুড়ে গ্রপ্তার ৮, উদ্ধার ৯ শিশু

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ পুজোর আগে বড়সড় কেপমারি গ্যাং এর হদিস পেল লালবাজার এবং হাওড়া সিটি পুলিশ। গতকাল রাতে ডোমজুড়ের নারনা থেকে গ্রেপ্তার করা হয় আট জনকে। ফি বছর দুর্গা পুজো অথবা দেওয়ালির আগে কলকাতা এবং হাওড়া শহর এলাকায় ভিড় জমায় কেপমারির দল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হাওড়ার ডোমজুড়ের নারনা গ্রামে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। হাতেনাতে গ্রেফতার করে ৪  কেপমারকে। যাদের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে ডোমজুড় থানার পুলিশ গ্রেপ্তার করে আরো চারজন কেপমারকে। যাদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ। 

{link}
পুলিশ সূত্রে জানা গেছে এইসব কেপমাররা, রাজস্থানের সাতোয়ারা গ্রামের বাসিন্দা। পুজোর আগে কলকাতার বড় বড় শপিং মল, বাজার এলাকা, বাসে এবং মেট্রোতে কেপমারি ও পকেটমারি করত। এদের সঙ্গে শিশুরাও থাকত। তাদেরও এই কাজে ব্যবহার করা হত। তাদের কাছ থেকে মোট ৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের বয়স ৬ থেকে ১৩ বছর। পুলিশের পক্ষ থেকে ওই শিশুগুলোকে হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের সহযোগিতায় গোটা গ্যাং হাওড়া থেকে ধরা পড়ে। ধৃতদের মধ্যে চারজনকে আজ হাওড়া আদালতে তোলা হয়। বাকি চারজনকে ব্যাংকশাল কোর্টে তোলা হয়।
{ads}

news Howrah Domjur West Bengal Lalbajar Howrah City police সংবাদ

Last Updated : 3 years ago