header banner

Arjun Singh : অর্জুন সিংয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে ভাটপাড়ার বেতাজ বাদশা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোলের খবর পান অর্জুন সিং। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়।

{link}

এবার পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দু’বার অর্জুন সিংকে তলব করেছিল ব্যারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা না দেওয়ায় পরেরদিন ভাটপাড়ার ‘মজদুর ভবনে’ গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। জগদ্দল গুলি কাণ্ডে আরও বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

{link}

তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বারাকপুর এসিজেএম আদালত। তদন্তকারী অফিসার এদিন বিচারক মণিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। অবশ্য অর্জুন সিং বর্তমানে রাজ্যের বাইরে আছেন। এর আগে ওই মামলা চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্জুন সিংকে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল। সেসময় গ্রেপ্তারির আশঙ্কা ছিল।

{ads}

News Breaking News Arjun Singh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article