header banner

ভোটের রায় কি অরূপ রায়ের পক্ষেই ?

article banner

শিবরাত্রীর পূন্য দিনে নিজের প্রচার শুরু করলেন মধ্য হাওড়ার তৃনমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। আজ হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়েই নিজের প্রচারের শুভযাত্রা শুরু করেন তিনি। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন তিনি। হাওড়ার মন্দিরতলা থেকে নিজেদের কর্মীদের নিয়ে আজ একটি রোড শো তে স্থানীয় মানুষজনের সাথে সাক্ষাৎ ও সৌজন্য বিনিময় ও করতে দেখা যায় তৃনমূলের এই নেতা কে। তার সাথে একই সাথে উপস্থিত ছিলেন ঘাসফুলের কর্মী সমর্থকেরা। এদিন অরূপ রায় বলেন, আজকে শিবরাত্রির পুণ্য দিন। আজ থেকেই আমার নিজের কেন্দ্রে মন্দিরতলা থেকে প্রচার শুরু করছি। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নকে তুলে ধরব। মায়ের কাছে প্রার্থনা করলাম মাননীয়া মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন। উনি আরও এগিয়ে চলুন। মানুষের জন্য উনি ভালো কাজ করুন। মানুষ দু হাত ভরে ওনাকে আশীর্বাদ করুক। যারা গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন তাদের শিষ্টাচার, সৌজন্য বলে কিছু নেই বলেও মন্তব্য করেছেন তৃনমূলের এই নেতা।


অরূপ রায় হাওড়ার মানুষের কাছে একদিক থেকে দেখতে গেলে একজন খুবই পরিচিত মুখ। তৃণমূল-কংগ্রেসের যে কজন নেতা হাওড়া থেকে উঠে এসে বাংলার রাজনৈতিক মঞ্চে নিজেদের নাম করে নিয়েছেণ তাদের মধ্যে অবশ্যই এক বড়ো নাম অরূপ রায়। এবারের নির্বাচনে কার্যত হাওড়ায় তৃনমূলের কেন্দ্রীয় মুখ তিনি। এবার জনগন আবারও তাকে জয়যুক্ত করে জনপ্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন কি না, তাই দেখার বিষয় হয়ে থাকবে। 

{ads}
 

Arup Roy TMC Trinamool Congress TMC West Bengal Assembly Election Central Howrah Howrah-Election Candidate Politics West Bengal India

Last Updated :