header banner

মৌনতায় প্রতিবাদ

article banner

শুক্রবার হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া দুর্ঘটনার প্রতিবাদের অরূপ রায়ের নেতৃত্বে মৌন মিছিল তৃনমূল কর্মী সমর্থকদের। ২৬ নম্বর ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা জয়। উপস্থিত ছিলেন অরূপ রায় সহ আরও বেশ কিছু তৃনমূলের কর্মী সমর্থকেরা। দিদির পাশে থাকতেই তাদের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজ্যের বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ। 


আজকের এই মৌন মিছিলের বিষয়ে অরূপ রায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন,  মুখ্যমন্ত্রীর উপর যে আক্রমন করা হয়েছে তার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ মিছিল। আসন্ন নির্বাচন কে বানচাল করার প্রচেষ্টা করছে বিজেপি। সেই আশঙ্কার প্রতিবাদেই আজ মৌন মিছিলে পথে নেমেছেন তারা। 


 

Arup Roy TMC Trinamool Congress West Bengal Election West Bengal Assembly Election News Howrah West Bengal India

Last Updated : 4 years ago