header banner

মুর্শিবাবাদে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হুমকির সম্মুখীন আশা কর্মীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়ে নাকি হুমকির সম্মুখীন হতে হচ্ছে আশা কর্মীদের। অভিযোগ করছেন স্বয়ং আশা কর্মীরাই। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। প্রতিবাদে শেষ পর্যন্ত আশা কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লক অফিস ও বহরমপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা দিতে আসেন আশা কর্মীরা। 

{link}

তাদের অভিযোগ ২০১৮ সালের তৈরি হওয়া আবাস যোজনার তালিকার সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মীদের ওপর। আশা কর্মীরা এই সার্ভে করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখতে পায় যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয় তাদের তালিকায় নাম রয়েছে। সেই সব নাম কাটতে গেলে উপভোক্তারা আশা কর্মীদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছেন, পাশাপাশি স্থানীয় শাসক দলের নেতারাও হুমকি দিচ্ছেন আশা কর্মীদের। ঘটনায় আতঙ্কিত আশা কর্মীরা। অন্যদিকে এই কাজ করার জন্য আশা কর্মীদেরকে চাপ দেওয়া হচ্ছে ব্লক অফিস ও স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকেও। এই টানা পোড়েনের মধ্যে পড়ে আশা কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা দেন এবং বেলডাঙ্গা ব্লক অফিসে আশা কর্মীরা বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেন। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় কি না। তবে এই দুর্নীতির অবসান কবে হয়ে যাদের সত্যি কারের আবাস যোজনায় ঘর প্রাপ্য তাদের কপালে আদৌ ঘর জুটবে কি?

{ads}

News PM Awas Yojna Murshidabad West Bengal সংবাদ

Last Updated :