header banner

Kumbh Mela : মহাকুম্ভতে মৃত অন্তত ১০ জন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মৌনী অমাবস্যায় মহাকুম্ভতে (Kumbh Mela) স্নান করতে গেছেন কয়েক লক্ষ মানুষ। প্রবল ভিড়ের চাপে স্নান ঘাটের গেট ভেঙে বিপর্যয় ঘটে। প্রথমে খবর ছিল আহত অন্তত ৩০ জন, কোনো মৃত্যুর খবর ছিল না। বেলা বাড়তেই একে একে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শেষ পাওয়া খবরে মৃত্যুর সংখ্যা অন্তত ১০। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর।

{link}

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। 

{link}

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে ঘটনাস্থলে যেতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই সাময়িক ভাবে মৌনি অমাবস্যার শাহি স্নান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এমনকি সমস্ত আখড়াও এই স্নান সারেননি। তবে বেলা বাড়তে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে খবর। গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। কাউকে সঙ্গমের দিকে যেতে দেওয়া হচ্ছে না।

{ads}

News Breaking News Yogi Adityanath Uttar Pradesh Kumbh Mela সংবাদ

Last Updated :