header banner

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ১০টি দোকান

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: বৃহস্পতিবার বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড সন্তোষপুর স্টেশনে। দাউদাউ করে জ্বলতে থাকে প্ল্যাটফর্মের উপরে থাকা কমপক্ষে ১০ টি দোকান। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় আপ ও ডাউন লাইনে বন্ধ রেল চলাচল। স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা কি কারণে আগুন লেগেছে তা এখনো সুস্পষ্ট ভাবে জানা যায়নি।

{link}
অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার জেরে ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘‘যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা শুরুর চেষ্টা করছি।’’স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বার বিকট শব্দ শোনা গিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৩০-৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

{ads}

news South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :