header banner

ব্যাক্তিগত শত্রুতার জেরেই আক্রমণ, টিটাগড়ে স্কুলে বোমা ছোঁড়ার ঘটনায় গ্রেপ্তার ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ টিটাগর ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাছোড়ার ঘটনায় টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্ত‌। শনিবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া চারজনের নাম মোহাম্মদ আরিয়ান, বাবলু, সাদিক ও রেহান। ওরন পাড়ার বাসিন্দা মোঃ রেহান এর বাড়ি থেকে দশটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। স্কুলের বিল্ডিং এর উল্টোদিকে ছয় তলা যে বিল্ডিং আছে সেখান থেকেই বোমা ছোড়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

{link}
ফরেনসিক টিমের সাইন্টিস্টদের থেকে তথ্য যাচাই করা হবে বলে জানান পুলিশ কমিশনার। অভিযুক্তদের সম্পর্কিত কয়েকটি তথ্য স্কুল ও তাদের ছাত্রদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই তা পুলিশের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। অভিযুক্তদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে। প্রাথমিকভাবে স্কুলের ছাত্রদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে এই বোমা ছোড়া হয় বলে জানানো হয়েছে পুলিশের তরফে। আপাতত মোট চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িয়ে আছে কি না, তা ক্ষতিয়ে দেখবে পুলিশ।
{ads}

news Titagarah Bombing School 4 arrested North 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :