header banner

BJP : বিজেপি কর্মীদের ওপর হামলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রবিবার দুর্গাপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন এলাকায় বিজেপি'র কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ প্রায় সব নেতাকর্মীরা চলে যায়।

{link}

অভিযোগ, কার্যালয়ে উপস্থিত থাকা কয়েকজন কর্মীর ওপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতিরা। কার্যালয়ে সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুর করে। সোমবার সকাল আটটায় সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণে (Morning Walk) বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের প্রচারে প্রথম এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম। আবার এখানকার সিনিয়ার সিটিজেনদের সাথে দেখা করতে এসেছিলাম।

{link}

গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে এসেছিলাম। তার পরে দুষ্কৃতিরা কয়েকটি বাইক ভাঙচুর করে। এই গুলো বড় ব্যাপার না। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিলো। আমরা কর্মীদের সাথে কথা বলেছি। পুলিস প্রশাসনকে বলছি।  আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ এই সব চাইনা।

{ads}

News Breaking News BJP Government PM Modi Dilip Ghosh Durgapur TMC Bike Violence West Bengal Attack BJP workers Police Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics

Last Updated :