header banner

সোমবারের পর মঙ্গলবারেও পাথর নিয়ে আক্রমণ বন্দে ভারতে, আতঙ্কে যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা: পরপর দু'দিন। সোমবারের পর মঙ্গলবার রাতেও ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হলো পাথর। এবারও ভাঙল ট্রেনের কাঁচ। তবে, যাত্রীরা কেউ আহত হয়নি বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই সোমবারের পর মঙ্গলবারেও এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এনজেপি স্টেশনে ঢোকার সময়ে মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ে কেউ বা কারা। এই ঘটনায় ট্রেনের সি-৩ এবং সি-৬ কামরার কাঁচের জানলায় চিড় ধরে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। যদি কাঁচ ভেঙে পাথর ভিতরে ঢুকে যেত, তাহলে কি হত, সেই কথা ভেবেই আরও আতঙ্কিত যাত্রীরাবা। 

{link}
মঙ্গলবার রাতে ওই ট্রেন হাওড়া স্টেশনে ঢুকলে যাত্রীরা রেলের কাছে নিরাপত্তার বিষয়টি দেখতে বলেন। নিরাপত্তা নিয়ে আতঙ্কের ছাপ ফুটে ওঠে যাত্রীদের চোখে মুখেও। এদিন ট্রেন ঢোকার পর স্টেশনে পৌঁছান রেল পুলিশ সহ রেলের অধিকারিকরা। প্রসঙ্গত, সোমবারও একই ঘটনা ঘটে বন্দে ভারত এক্সপ্রেসে। ওইদিন মালদহের কুমারগঞ্জের কাছে একই ঘটনা ঘটে। মঙ্গলবার ঘটে এনজেপি ঢোকার সময়ে। পরপর দুদিন এহেন ঘটনা ঘটার ফলে চিন্তায় পড়েছে রেলযাত্রী সহ প্রশাসন। বিষয়টি যে রীতিমতো চিন্তার হয়ে দাঁড়াচ্ছে তাও কার্যত স্পষ্ট। 
{ads}

news Vande Bharat Express Stone attack West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article