বিজেপির হেস্টিংসের অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন হাওড়া পাঁচলা বিজেপির কর্মী সমর্থকেরা। একাধিক সমর্থকের গলায় প্রতিবাদী স্বর। তাদের দাবি একটাই, অবিলম্বে ওই কেন্দ্র থেকে প্রার্থী সরাতে হবে! তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, তোলাবাজি নারী পাচারকারীর মতো অভিযোগ সামনে আসছে। অবিলম্বে প্রার্থীর নাম প্রত্যাহার করতে হবে এবং সেই দাবিতে কার্যত আন্দোলনে বসে গেছেন তারা। অফিসের সামনে বসে যতক্ষণ তারা তাদের দাবি নামানো হচ্ছে তারা ওখান থেকে উঠবে না বলে জানিয়েছেন। এই মুহূর্তে এখনও তাদের অবস্থান চলছে।
উল্লেখ্য বিষয় গতকালই রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। পাঁচলার বিধানসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে মোহিত ঘাঁটি কে। যিনি এইবার বিধানসভা নির্বাচনের পূর্বে আরও বহু নেতার মতো তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিজেপি সমর্থকেরা। কার্যত প্রার্থী তালিকা প্রকাশের পরে তৃনমূল কংগ্রেসেও দেখা দিয়েছিল বিক্ষোভের চিত্র। এবার তার ব্যাতিক্রম হল না বিজেপির ক্ষেত্রেও। এমনকি প্রার্থী বদল না করা হলে নির্দল ভাবে প্রার্থী দিয়ে আলাদা করে লড়ার হুমকিও দিচ্ছেন বিক্ষোভরত সমর্থকেরা। এখন এই বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে বিজেপির দলীয় নেতৃত্বের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তাই দেখার বিষয়।
{ads}