শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে উত্তরবঙ্গ বিজেপির হলেও এবার তা ছিনিয়ে নেবার চেষ্টা করছে তৃণমূল। চলছে দুই পক্ষের শক্তি প্রদর্শন। রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলছে এনুমারেশন ফর্ম বিলি। আর এসবের মধ্যেই বিজেপির BLA-কে জুতোর মালা পড়িয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার ছাটখাটের বাড়ি এলাকায় । SIR প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতোর মালা পড়ে গ্রামে ঘুরতে হল বিজেপির এক বুথ লেভেল এজেন্টকে। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি বিজেপির বিএলএ ২ কে মারধর করে জুতোর মালা পড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
{link}
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিজেপি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। বিজেপির বিএলএ-২ নিবাস দাস দাবি করেছেন, এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও) এর সঙ্গে দেখা করার পর তৃণমূল কংগ্রেসের (টিএমসি) দুষ্কৃতীরা তাকে আক্রমণ করেছে। তিনি বলেন, 'আমি বিএলওর সাথে কথা বলার পর গ্রামে যাই। যখন আমি একটি বাড়িতে পৌঁছাই যেখানে বিএলও উপস্থিত ছিলেন, তখন তৃণমূলের গুন্ডারা আমাকে লাথি ও থাপ্পড় মারে। তারপর তারা আমার গলায় জুতার মালা পরিয়ে দেয়।
{ads}