বৃহস্পতিবার মোট ১৪৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বড়ো চমক ভবানীপুরে, ভবানীপুর থেকে লড়তে চলেছেন এবারে চলচিত্র জগতের অন্যতম আলোচিত রাজনৈতিক মুখ রূদ্রনীল। এছাড়াও একাধিক চমক রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির অন্যতম পরিচিত মুখ মুকুল রায়। খড়দহ তে টিকিট দেওয়া হয়েছে তৃনমূল ত্যাগি শীলভদ্র দত্ত কে। মুর্শিদাবাদের পদপ্রার্থী গৌরিশঙ্কর ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা লড়বেন হাবড়া থেকে। আর এক তারকা প্রার্থী পার্নো মিত্র লড়তে চলেছেন বরানগর থেকে। রাজারহাট-গোপালপুরের পদপ্রার্থী শমীক ভট্টাচার্য। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের পদপ্রার্থী অসীম বিশ্বাস। গোপালচাঁদ সাহা লড়াই করবেন মালদহ থেকে। পান্ডবেশ্বরের প্রার্থী করা হয়েছে জীতেন্দ্র তিওয়ারি কে।
আজকের তালিকা নিয়ে নিজেদের প্রার্থী তালিকার অধিকাংশেরই নাম প্রকাশিত করে দিল রাজ্যের গেরুয়া শিবির। ভবানীপুরে রূদ্রনীল কে দাঁড় করানো অবশ্যই এক বড়ো চমক। তবুও এখনও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা বাকি বিজেপির। যেমন হাওড়ার শিবপুর ও জগৎবল্লভপুর কেন্দ্র, কালিম্পং, দার্জিলিং ও আরও কিছু।
{ads}