header banner

নির্বাচনের প্রথম দু-দফার প্রার্থী তালিকা ঘোষনা বিজেপির

article banner

অপেক্ষার অবসান, ঘোষিত বিজেপির আসন্ন একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দু-দফার প্রার্থী তালিকা। শিলমোহর পড়ল সমস্ত জল্পনায়। একুশের বিধানসভা নির্বাচনের কুরুক্ষেত্র নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ২৭শে মার্চ প্রথম দফাতেই কার্যত একুশের নির্বাচনের মহাযুদ্ধের সাক্ষী থাকতে চলেছে বাংলার মানুষ। শুভেন্দু অধিকারীর নাম প্রকাশ করার পাশাপাশি তিনটি আসন বাদ দিয়ে মোট ৫৭ টি আসনের জন্য নিজেদের পদপ্রার্থী ঘোষনা করেছে গেরুয়া শিবির। তিনটি আসন তারা রেখেছেন জোটসঙ্গীদের জন্য। 


এছাড়াও বাকি তালিকায় উল্লেখযোগ্য নাম ভারতী ঘোষ যিনি প্রার্থী হয়েছেন ডেবরা কেন্দ্রে যার বিরুদ্ধে সেই কেন্দ্রে রয়েছে হুমায়ূন কবির। সেখানেও একটা বড়ো ফাইট দেখতে চলেছে বাংলার মানুষ। ক্রিকেটার অশোক দিন্দা প্রার্থী হয়েছেন ময়না কেন্দ্রের। হলদিয়ে থেকে লড়তে চলেছেন প্রাক্তন তৃনমূলের বিধায়ক তাপসি মন্ডল। শালবনিতে বিজেপি প্রার্থী রাজীব কুন্ডু। সব মিলিয়ে তৃনমলের মতোই একাধিক চমক সহ নিজেদের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষনা করে দিল পদ্মফুলের শিবির। 


একুশের বিধানসভা নির্বাচন বেশিরভাগ রাজনীতিবিদ এবং রাজ্যবাসির মতে মূলত পদ্মফুল এবং ঘাসফুলের লড়াই। এই দুই প্রতিপক্ষের নির্বাচনী লড়াই দেখতেই কার্যত মুখিয়ে রয়েছে সারা বাংলা। একদিকে শাষক দলের আসন  ধরে রাখার লড়াই অন্যদিকে বিরোধীপক্ষের আসন দখল করার লড়াই। কিন্তু কার্যত যেই দুই মুখ এবং যাদের লড়াই দেখতে অপেক্ষারত বাংলার মানুষ, তারা যে একই ময়দানে লড়তে চলেছেন সেই বিষয় আজ নিশ্চিত হয়ে গেল। “বাংলার দিদি” নাকি “নন্দীগ্রামের ভূমিপুত্র” কে তার মুখের শেষ হাঁসি ধরে রাখেন তাই দেখার বিষয়।

{ads}
 

BJP Candidate List Subhendu Adhikari Nandigram Election Assembly Election 2021 West Bengal Narendra Modi JP Nadda Amit Shah West Bengal India

Last Updated : 4 years ago