header banner

বাকযুদ্ধই কি অস্ত্র ?

article banner

বীরভূমের সিউড়িতে চা চক্রে এসে আবার আক্রমণত্মক ভুমিকায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বাকযুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে ।বাকযুদ্ধই কি ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রধান অস্ত্র ?এই প্রশ্ন তৈরি করেছে নানান জল্পনা । ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর বিজেপির প্রভাব এই বাংলায় আরও তীক্ষ্ণ হয়ে উঠছে যা বারবার প্রমাণ দেয় বাকযুদ্ধের মাধ্যমে , যা মনে করেন রাজনৈতিক মহলের একাংশ।


আজ বীরভূমে চা চক্রে এসে আবার বিরোধী দলগুলির বিরুদ্ধে নানা মতামত দেন বিজেপি রাজ্য সভাপতি ।তিনি বলেন তাঁর দলের নেতারা মানুষদের বাড়িতে আসছেন , মানুষের সঙ্গে কথা বলছেন তাঁদের বাড়িতে খাবার খাচ্ছেন সেইগুলো বিরোধী দল্ গুলো মানতে পাড়ছেন না । তিনি নন্দিগ্রামের কথাও বলেন এবং নানা ব্যাঙ্গের মাধ্যমে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন ।বীরভূম জেলায় জে সমস্ত দুর্নীতি হয়েছে সেই গুলো নিয়েও বলেন।
একজন ল্যাংড়া ও একজন অন্ধ মিলে হাঁটছেন বলে কটাক্ষ করেন বিরোধী দলগুলিকে । তিনি আরও বলেন ক্ষমতা থাকলে মিউনিসিপালিটির ভোট করতো কিন্তু বিজেপি জিতবে তাই ভোট করেনি ।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই কার্যত আত্মবিশ্বাসের সঙ্গে বাকযুদ্ধে ভাগ নিয়েছে রাজনৈতিক দলগুলি এবং সেই বাকযুদ্ধ ঘিরে তৈরি হচ্ছে একাধিক জল্পনা । {ads}
 

BJP BJP West Bengal Dilip ghosh speech 2021 assembly election west Bengal 2021

Last Updated :