header banner

ক্ষমতা আছে ,অস্ত্র আছে ,সুস্থ কি সবাই ?

article banner

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে আক্রমণাত্মক রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মিম- তৃণমূল জোট প্রসঙ্গে তিনি বলেন,  মিম মনে করছে তাদের কাজটা তৃণমূল করে দেবে। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে। তাই মিম তৃণমূলের হাত ধরেছে। মমতা ব্যানার্জি বলেছেন "কেউ টাকা দিতে এলে নিয়ে নাও, ভোট দিওনা"। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন , মমতা ব্যানার্জি সবসময় টাকা টাকা করেন। তাই টাকার কথাই বলেছেন তিনি। অথচ কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মাননিধি প্রকল্পের ৬হাজার টাকা তিনি মানুষকে পেতে দিচ্ছেন না।আয়ুষ্মান প্রকল্পের ৫লক্ষ টাকার সুবিধা পেতে দিচ্ছেন না।

 

 প্ৰধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির করোনা টিকা সংক্রান্ত বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে করোনার টিকার জন্য। সাগরদত্ত মেডিকেল কলেজে টিকাকরণের কথা থাকলেও মমতা ব্যানার্জি নাম পাঠাতে পারেননি। সারা দেশের মানুষ টিকা পাবে কিন্তু বাংলার মানুষ পাবেন না। তাঁদের জীবনের ঝুঁকি কিসের জন্য, কার জন্য? মমতা ব্যানার্জি কি চান না বাংলার মানুষ সুস্থ থাকুন?

রাজ্য বিজেপির সভাপতি ইডির নোটিশে  বলেন, ইডির নোটিশ আগেও এসেছে পরেও আসবে, মানুষ দেখেছে টাকা নিতে, এর জবাব দিতে হবে সাধারণ মানুষকে।{ads}
 

Dilip ghosh dilip ghosh speech bjp west bengal dilip ghosh howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news today bengali howrah news today live

Last Updated :