header banner

৮ ও ৯ই ডিসেম্বর কলকাতায় জেপি নাড্ডা

“দিদিমণি একবার ঢপবাজি করে জিতে গেছেন, এবারে ভাবছেন কি করব…কোন চালাকিটা করব, কোন চালাকি খাটবে না সব ওষুধ তৈরি করে ফেলেছি” বলে শুক্রবার ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমূলকে একেবারেই পর্যদস্ত করবে বিজেপি সেই ব্যাপারে নিশ্চিত তিনি। এছাড়া এদিন তিনি আরো মন্তব্য করেছেন, তৃনমূলে ভাঙন শুরু হয়ে গেছে, আগামী এক মাসের মধ্যেই তৃনমূলের সমস্ত এমএলএরা তৃনমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হবেন এবং আগামী মাসেই বিজেপি তার আসল রূপ দেখাবে। পশ্চিমবাংলার মানুষ বিজেপির পাশে রয়েছে, এখনও পর্যন্ত যে কোন যায়গায় বিজেপির সভা করলে প্রচুর মানুষ জমায়েত হয়। কারন বাংলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত বিজেপি প্রত্যেকটি মানুষের মন জয় করেছে এবং বিজেপিকে বাংলার মানুষ ভালোবেসেছে। আগামী দিনে বিজেপির বাংলার রাজত্ব করবে বলে কার্যত নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি। 
অন্যদিকে কলকাতা থেকে আজ মুকুল রায় জানিয়েছেন আগামী ৮ ও ৯ই ডিসেম্বর বাংলায় আসছেন বিজেপি নেতা জে পি নাড্ডা। এবার পুরোপুড়ি কলকাতা জোনের উপরেই থাকবেন তিনি। ৮ তারিখে তিনি থাকবেন দক্ষিন ২৪ পরগনা এবং ৯ তারিখে তিনি থাকবেন কলকাতায়। এই বিষয় নিয়ে আজকে কলকাতায় একটি সাংগঠনিক বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বেরা। মুকুল রায়কে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে তার কাছে কোন খব্র নেই তবে তিনি সবদিক থেকেই যোগাযোগ রাখছেন। তবে হরিয়ানাতে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তৃনমূলের হরিয়ানা যাওয়ার প্রসঙ্গে মুকুল রায় ও দিলীপ ঘোষ উভয়েই বিদ্রুপ করেছেন। 
{ads}

BJP Dilip Ghosh J P Nadda Mukul Roy Politics election

Last Updated :