header banner

আত্মবিশ্বাসই শক্তি

শেষ লোকসভা নির্বাচনে হাওড়ার দুটি লোকসভা আসন বিজেপি জিততে না পারলেও ভোট বাড়িয়েছে আশানুরূপ। বামেদের একটা অংশের ভোট পড়েছে বিজেপির বাক্সে সেই সঙ্গে তৃনমূলের বিক্ষুব্ধদের ভোটের একটা অংশও পেয়েছিল বিজেপি। লম্বা দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সাংগঠগনিক দুর্বলতার কারনেই লক্ষ্যে পৌছাতে পারেনি বিজেপি। উত্তর কিংবা দক্ষিন বঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি খাতা খুলতে পারলেও হাওড়ায় সেই খাতা খুলতে পারেনি। একদিকে সাংগঠিনিক দুর্বলতা অন্যদিকে বুথ স্তরে সক্রিয় কর্মীর অভাবের কারনে তৃনমূলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে পেরে ওঠেনি বিজেপি। ২০২১এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম, কংগ্রেস, বিক্ষুব্ধ তৃনমূলীদের ও সংখ্যালঘুদের ভোট একত্রিত করতে আদা জল খেয়ে মাঠে নেমেছে বিজেপি। কয়েকদিন আগে অধুনা তৃনমূলের গড় উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদের নিয়েই সভা করেছে বিজেপি। হাওড়া জেলার দুটি লোকসভা কেন্দ্রকে টার্গেট করে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে আগেই হাজির হয়ে গেছে বিজেপি।  {ads}
হাওড়া সহ অন্যান্য জেলার সাংগঠনিক শক্তি মজবুত করতে বুধবার উলুবেড়িয়ার বিরশিবপুরের একটি বেসরকারি হোটেলে বৈঠক হয় বিজেপির। উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গী, বিজেপির বিশেষ পর্যবেক্ষক সুনীল দেওধর ও জেলার পর্যবেক্ষক অনুপম মল্লিক সহ বিজেপির অন্যান্য কয়েকজন নেতৃত্ব ও কার্যকর্তারা। বৈঠকের পর দেওয়া সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গী বলেন বিধানসভা ভোটে লড়াই করার জন্য বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত কার্য কর্তাদের বিশেষভাবে প্রশিক্ষন দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে। বাংলাকে সোনার বাংলা করে তোলা হবে। এছাড়াও তৃনমূলে যারা থাকতে চান না তাদের বিজেপিতে স্বাগত জানিয়েছেন তিনি। ভ্রষ্টাচারী সরকারকে বাংলা থেকেই সরানো জরুরি। এবারে বাংলায় বিজেপি ২০০-র বেশী আসন পাবে বলে বিশ্বাস রয়েছে বিজেপির এই নেতার।  
{ads}

BJP Election 2021 Uluberia Howrah West Bengal

Last Updated :