header banner

জে পি নাড্ডার কনভয়ে হামলা, প্রতিবাদে সরব শমীক লাহিড়ী

article banner

 সামনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলকে রাজ্যে আরো শক্তিশালি করে তোলার জন্য ৯ই ডিসেম্বর দুদিনের রাজ্য সফরে এসেছেন জেপি নাড্ডা। কিন্তু রাজ্যে আসার পর থেকেই একের পর এক বিশৃঙ্খলা ঘটে চলেছে তার সাথে। গতকাল বিমানবন্দরে নামার পরেই কালো পতাকা দেখানো হয় তাঁকে, আর আজ ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে তার কনভয়ে হামলা করা হয়। গাড়িতে একের পর এক ইটবৃষ্টি হতে থাকে, সাথে গাড়ি ভাংচুরও করা হয়।কনভয়ে জে পি নাড্ডা ছাড়াও ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের গাড়ি। জে পি নাড্ডার গাড়ি বুলেট প্রুফ থাকায় সেই গাড়ির বেশি ক্ষতি হয়নি কিন্তু অন্যান্য গাড়ি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


সেই পরিস্থিতিতেই সভায় পৌঁছে মমতা বন্দোপাধ্যায় এবং তৃনমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির এই শীর্ষ নেতৃত্ব। তিনি সভায় বলেন ‘রাজ্যে গুন্ডারাজ চলছে..." এই বলেই বিজেপির জয়ের মাধ্যমে রাজ্যে অরাজকতা বিদায়ের ডাক দিয়ে বার্তা দিয়েছেন তিনি।এর প্রতিবাদেই বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। মিছিলে উপস্থিত থাতে পারেন দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্বের। 
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ী। তিনি বলেছেন,“ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলকে কোন কর্মসূচি করতে দেওয়া হয়না, গুন্ডা তোলাবাজ আর তার সাথে হাত মেলায় পুলিশ…” এছাড়াও তার মতে ভাইপোর ইন্ধনেই এইসব কাজ হচ্ছে। 


{ads}

BJP JP Nadda Dilip Ghosh Mukul Roy TMC Diamod Harbour Kolkata West Bengal India

Last Updated :