header banner

৭ই মার্চ চমক দিতে মরিয়া বিজেপি

article banner

আগামী  ৭ই মার্চ কলকাতা ব্রিগেডে সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সেই উপলক্ষে মঙ্গলবার কলকাতা ব্রিগেডের মাঠ পরিদর্শন করতে ব্রিগেডে উপস্থিত বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া সহ আরো অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ। এদিন মুকুল রায় জানিয়েছেন আগামী ৭ ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা ব্রিগেডের মাঠে যে বৃহৎ সমাবেশ আছে তাতে অংশগ্রহন করতে সাধারন মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখা হচ্ছে। তার কারণ প্রচন্ড গরমের মধ্যে এই ব্রিগেড সমাবেশ করা হবে। সেই কারণে ছাউনির ব্যবস্থাও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে এক বা একাধিক মঞ্চ হতে পারে। তবে মঞ্চের সাইজ কতটা হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি।


অন্যদিকে ব্রিগেডের মাঠ থেকে কংগ্রেসকে একহাত নিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন বামেদের ডাকা ব্রিগেডে কংগ্রেস নিজেকে যেভাবে উপস্থাপন করেছে তাতে হাসির খোরাকে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় বাম ও কংগ্রেস জোট করেছে কিন্তু অন্যদিকে কেরালাতে বাম কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়েছে ।তবে পশ্চিমবাংলায় বাম ও কংগ্রেসের জোট কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ।পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী ২রা মে-র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে বিদায় নেবেন। এর পাশাপাশি তিনি বলেন ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে বিজেপির যে সমাবেশ হবে, সেই সমাবেশ বৃহৎ আকারের হবে। এবং সেখানে হবে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জমায়েত হবে এবং এত বড় সমাবেশ হবে যে পশ্চিমবাংলার মানুষ এর আগে এত বড় সভা কখনো দেখেনি বলে তিনি জানিয়েছেন। এখন আসছে রবিবার কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে মানুষ। 

{ads}
 

BJP Kailash VIjayvargiya Mukul Roy Narendra Modi Brigade Assembly Election West Bengal Assembly Election Politics West Bengal India

Last Updated :