header banner

মহাযুদ্ধের আগেই রক্তপাত

article banner

বিধানসভা ২০২১ ঘিরে আবার ধুন্ধুমার । হাওড়ার বাঁকড়ায় গতকাল রাতে নির্বাচনের কাজকর্ম করার সময় হাতাহাতি হয় বিজেপি কর্মকর্তাদের সঙ্গে এলাকার অন্য লোকদের  , যার বলে বিজেপির অনেক কর্মকর্তা আহত হয়েছেন । আহতদের হাসাপাতালে আনা হয়েছে । সন্দেহের তীর তৃনমূলের কর্মকর্তাদের দিকে ।

 
আহতদের মতে গতকাল রাতে তাঁরা ভোটার তালিকার কাজে ব্যাস্ত ছিলেন , সেই সময় কিছু তৃণমূল কর্মকর্তা তাদেরকে আঘাত করতে থাকেন , কাউকে মাথায় আঘাত করেন , কাউকে ছাদ থেকে ফেলে দেন ।কর্মকর্তাদের একাংশের মতে এটি একটি রাজনৈতিক চক্রান্ত এবং খুনের চেষ্টা । এই বিষয়টিকে খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিত সাহা ।তিনি জানিয়েছেন ,আগামী দিনে আইনি ব্যাবস্থা নেওয়া হবে এবং তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন । 
এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন , তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ।তিনি আরও জানিয়েছেন , পশ্চিমবঙ্গে যে গনতন্ত্র নেই তাঁর উদাহারন এইরূপ আচরণ।তৃণমূল শেষের পর্যায় , দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে , মন্ত্রী , সাংসদ পদত্যাগ করছেন । {ads} 
 

BJP MEMBERS ATTACK HOWRAH BANKRA TMC HOSPITAL INJURED ELECTION 2021

Last Updated :