header banner

পারস্পরিক অন্তর্দ্বন্দ্বই, টোকা মুকুলের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পারস্পরিক কলহ খুবই স্বাভাবিক। তবে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খুব কেয়ারফুলি খেলতে যায় ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালের সাফল্যকে অস্ত্র করে সেটাকেই এক ধাপ এগোতে গুটি সাজিয়ে আক্রমণের পারদ চড়াচ্ছে ধীরে ধীরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় জনতা পার্টির সদস্য মুকুল রায় জানিয়েছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই সব সমস্যার সৃষ্টি এবং এই সমস্যার দায়বদ্ধতা বর্তায় বিজেপির ওপর। {ads}
রায়বাবুর পাশাপাশি উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদস্য অর্জুন সিং জানিয়েছেন, ক্যানিং এর ২জন ব্যক্তির মৃত্যুর পিছনে লুকিয়ে আছে পিসি ও ভাইপোর অন্তর্দ্বন্দ্ব।সাধারণ মানুষের মৃত্যুকে পার্টির সমর্থকের মৃত্যু হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। দলীয় সংঘর্ষই এই সমস্যার কারণ। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ-এর ৬ তারিখের বাংলা সফরে প্রাথমিক ভাবে অতিথি হবেন পন্ডিত অজয় চক্রবর্তীর। যদিও কোনো রাজনৈতিক দিক থেকে নয়, শুধুমাত্র সৌজন্যবোধ থেকেই যাবেন সেখানে।  
কোভিড প্রশমনের কথা উল্লেখ করে মুকুল রায় লোকাল ট্রেন চালু করার পক্ষেই যুক্তি দিয়েছেন। সব রকম বিধি নিষেধ মেনে নিয়েই এই লোকাল ট্রেনের পরিষেবা চালু করার কথা তিনি বলেছেন। তবে, অনুমান করা যায় নির্বাচনের পূর্বে যে অভিযোগ ছোঁড়াছুঁড়ির প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে এই বিষয়টি ফলাফলে অনেকটাই প্রভাব ফেলবে।  {ads}
 

BJP Mukul Roy Arjun Singh TMC West Bengal Government

Last Updated :