header banner

পুলিশি হস্তক্ষেপে ফের আটকাল বিজেপির পরিবর্তন যাত্রা

article banner

আবারও বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দিল পুলিশ। মঙ্গলবার বহরমপুরের মধুপুর বিজেপি পার্টি অফিস থেকে পরিবর্তন যাত্রার রথ আজ শহর পরিক্রমা করার কথা ছিল, সেই ভাবে প্রস্তুতি নিয়ে রথ যাত্রা শুরুর পথে এগিয়েছিলেন বিজেপি নেতৃত্বেরা। কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার আগেই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে আটকে দেয় রথ। জেলা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এদিন বহরমপুরের মধুপুর থেকে কাশিমবাজার হয়ে মাত্র ৪ কিলোমিটার পথ পরিক্রমা করে খাগড়া কপিলের মাঠে রথ যাওয়ার কথা ছিল তাদের। তার সাথে কপিলের মাঠে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ারও কথা ছিল। কিন্তু সেই যাত্রা পথ পুলিশ আটকে দেয়। যার ফলে স্বাভাবিক ভাবেই বিপুল অসন্তুষ্ট বিজেপি কর্মী ও নেতৃত্বেরা। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আজ জেলায় মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে সেই কারনে তাদের রথ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগে থেকেই। তা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব গায়ের জোরে রথ বের করতে চাইছে। সেই কারনের পুলিশ তাদের বাধা দেয় ও রথ আটকে দেয়। মুখ্যমন্ত্রীর সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ। 


তাদের মিছিলে বাধাপ্রদান সম্পর্কে বিজেপি নেতা জানিয়েছেন এই ঘটনা আবারও প্রমান করছে বাংলায় গনতন্ত্র নেই, বাংলায় মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা। মুখ্যমন্ত্রীর আদেশেই এইরূপ কার্য করছে প্রশাসন বলে ধারনা তাদের। বাংলাকে মিনি পাকিস্তান করে তুলেছেন মুখ্যমন্ত্রী বলেও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব। 

{ads}
 

BJP Police TMC Mamata Banerjee Party Politics Election Assembly Election Narendra Modi Baharampur West Bengal India

Last Updated :