header banner

আইনশৃঙ্খলা অবনতির দাবিতে থানা ঘেরাও বিজেপির

কলকাতা তথা গোটা বাংলা জুড়ে আইন শৃঙ্খলা অমান্যের প্রতিরোধে এবার পথে নামলো বিজেপি। বিজেপি   দলনেত্রীর নেতৃত্বে শ্যামপুকুর থানা ঘেরাও করল দলের বেশ কিছু অনুগামীরা। {ads}
দীর্ঘ কয়েকমাস ধরে বিজেপির কর্মী সমর্থকেরা রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ভাবে আহত এবং নিহত হয়েছে  বলে দাবী করেন দলের কর্মকর্তারা। বেশকিছুদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে বলে জানাচ্ছেন তারা। পুলিশি প্রশাসনের গাফিলতিতেই রাজ্যের আইন-শৃঙ্খলা বিপর্যস্ত বলে দাবি করেছেন।
সর্বত্র এই অচলাবস্থার জেড়ে কলকাতার বিভিন্ন থানায় ঘেরাও করার কর্মসূচী গ্রহণ করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। দীর্ঘ কয়েকদিনে রাজ্যব্যাপী এই নৈরাজ্যের কারণেই এবার পথে নামার পরিকল্পনা দেখা দিচ্ছে বিজেপি কর্মীদের। {ads}
 

BJP Protest Violence of Law & Order West Bengal

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article