header banner

ঘুড়ি উৎসব ঘিরে হাওড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

article banner

হাওড়ায় তৃনমূলের পর এবারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কয়েকজন নেতৃত্বের পক্ষ থেকে এক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসব ঘিরেই দেখা দেয় কোন্দল। শনিবার বিজেপির যুবমোর্চার কনভেনার বনশ্রী মন্ডলের পক্ষ থেকে এই ঘুড়ি উৎসব আয়োজন করা হয়েছিল। তাকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তিনি সকল নেতৃত্বকে জানিয়ে এবং সকলকে আহ্বান জানিয়েই উৎসবের আয়োজন করেছিলেন। অন্যদিকে এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহাকে প্রশ্ন করা হলে এটা দলের কোনো কর্মসূচি নয় সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি তাকে আমন্ত্রন করা হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে অনেক রাজ্যের নেতৃত্বের নাম থাকলেও কেউই আসেননি। যার ফলে কার্যত একটা ভুল বোঝাবুঝি যে অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে তা কিন্তু এড়িয়ে যাচ্ছেন না কেউই। এখন এই ঘটনার দলের উপর কি প্রভাব পড়ে তাই দেখার বিষয়। 

{ads}

 

BJP Surajit Saha election Assembly Election Kite Festival TMC Politics Howrah West Bengal India

Last Updated :