header banner

বিজেপির মিছিলে ইঁটবৃষ্টি, রনক্ষেত্র ভবানীপুর

article banner

প্রতিপক্ষ শিবিরের আঁতুড়ঘরে মিছিল সহ জনসভা। সেই নিয়ে উত্তাপ ও উত্তেজনা চরম পর্যায়ে ছিল সকাল থেকেই। সোমবার বিকেলে দক্ষিণ কলকাতায় তৃণমূলের খাসতালুকে দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী সহ একধিক বিজেপি নেতৃত্বকে নিয়ে বিরাট মিছিল ছিল বিজেপির। ঝামেলা যে হতে চলেছে সেই আশঙ্কা করেছিলেন অনেকেই, কিন্তু এতো গুরুতর ঝামেলা হবে তা হয়ত ভাবেননি। বিকেল সাড়ে চারটে নাগাত বিজেপির মিছিলকে কেন্দ্র করেই রনক্ষেত্র হয়ে ওঠে কলকাতার মুদিয়ালি অঞ্চল।  বিজেপির অভিযোগ সেই সময় দেশপ্রাণ শাসমল রোড সংলগ্ন একটি গলি থেকে বিজেপির মিছিলের দিকে উড়ে আসতে থাকে একের পর এক ইট। সেই ইটের আঘাতে বেশ কয়েকজন আহতও হন বলেও অভিযোগ করেছে বিজেপি। বিজেপি এই আক্রমণের অভিযোগ তুলেছে সরাসরি তৃনমূলের বিরুদ্ধে। মিছিলে ইটবৃষ্টির পরেই দক্ষিণ কলকাতার এই ব্যস্ত রাস্তা পেরিয়ে তৃণমূল সমর্থকদের দিকে ছুটে যান বিজেপি কর্মীরা। বেশ কয়েকজনকে যথেচ্ছ মারধর করা হয়। ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি বাইক। ভেঙে দেওয়া হয় বেশ কিছু বাড়ির জানলা, চেয়ার, দোকানপাটও। অভিযোগ এই ঘটনা ঘটার সময় এলাকায় কোনও পুলিশকর্মীকে দেখা যায়নি। পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেশ কিছুক্ষন ধরে দু পক্ষের হাতাহাতি ও মারামারি চলার পর এলাকার দখল নেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিপুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ সূত্রে যে ভিডিয়ো পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন সদস্য-সমর্থক বিজেপির রোড শো’র দিকে ঢিল ছুঁড়ছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ইটের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৪-৬ জন সমর্থক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। যার ফলে বাগযুদ্ধের পর এবার সামনা সামনি যুদ্ধেও জড়িয়ে পড়ল ঘাসফুল ও পদ্মফুলের শিবির। 

 

{ads}

BJP Suvendu Adhikari Dilip Ghosh Rally Mamata Banerjee Abhisek Banerjee Bhowanipore Kolkata Election Politics West Bengal India

Last Updated :