header banner

ভোটের পরেই শীতঘুমে কেন ?

article banner

হারের লজ্জা ঢাকতে নাকি একাধিক মিথ্যা কথা বলা, কি কারনে একে একে সবাই ঘরে লুকিয়েছেন ভোটের পর? জনসমক্ষে শুভেন্দু অধিকারী একাই দাঁড়াচ্ছেন বিপন্নদের পাশে। কথা হচ্ছে রাজ্যের বিজেপি নেতৃত্বদের বিষয়ে। দলীয় নেতৃত্ব শীতঘুমে যাওয়ায় যারপরনাই ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মীরা। 

{link}
২০১৯ এর লোকসভা নির্বাচনে কার্যত ঝড় তুলেছিল বিজেপি। দুই থেকে তাদের আসন সংখ্যা বেড়ে হয় ১৮। এদিকে, ১০টিরও বেশি আসন কমে যায় তৃণমূলের। তার পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে যায়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয় বিজেপি। আবকি বার দোশো পার, একাধিক স্লোগান সামনে আসে। কিন্তু ফলাফল সেইরকম কেন তার ধারেকাছেও হয়নি। সেই পরাজয়ের পর থেকেই আর গেরুয়া শিবিরের প্রথম সারির নেতাদের দেখা মিলছে না বলে অভিযোগ। দলের প্রথম সারির নেতাদের যে দেখা মিলছে না, তা স্পষ্ট বিজেপি নেতা তথাগত রায়ের একটি পোস্ট থেকে। সেখানেও দলীয় নেতাদের না দেখতে পাওয়ায় ক্ষোভ ঝরে পড়েছে বর্ষীয়ান ওই নেতার গলায়। 


গেরুয়া শিবিরের একাংশের দাবি, প্রথম সারির নেতারা ঘরে সেঁধিয়ে গেলেও, লড়াইয়ের ময়দানে রয়েছেন জায়ান্ট কিলার শুভেন্দু। অতি প্রবল ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দিন কয়েক আগে খেজুরি গিয়েছিলেন শুভেন্দু। দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন শুভেন্দু। 

{link}
খেজুরি পরিদর্শনের পর আজ, বৃহস্পতিবার শুভেন্দু যান বারুইপুরে, একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে। ১৯ মে সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় নির্মল মণ্ডল নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। মৃতের স্ত্রীর হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য। ভোট পরবর্তী অশান্তিতেও আহত দলীয় কর্মী এবং তাদের পরিবারের সাথে দেখা করতে দেখা গিয়েছিল শুভেন্দুকেই।

 
কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু একা রাজ্যে সামলাতে সক্ষম হবেন কি? প্রশ্ন সেখানেই। এর পাশাপাশি আবার পুরোনো দলে ফেরাররও ইচ্ছে প্রকাশ করেছেন বেশ কিছু বিজেপি নেতা নেত্রী। রাজ্যে বিজেপির ভবিষ্যৎ যে অকূল জলে সেকথা অনেক কিছু থেকেই স্পষ্ট। এখন তারা আবার তাদের পুরোনো জমি উদ্ধারে সক্ষম হয় কি না তাই দেখার বিষয়। 
{ads}

news politics suvendu adhikari mamata banerjee west bengal election সংবাদ রাজনীতি

Last Updated :