header banner

এনকাউন্টারের হুঁশিয়ারি ,সায়ন্তন পাল্টা জবাব তৃনমূলের

আসন্ন বিধানসভা ভোটের লড়াই কার্যত শুরু হয়েই গেছে।বিশেষত বাগনানে বিজেপির বিক্ষোভ মিছিলের পরে ক্রমশ এই লড়াই তীব্র হতে ছলেছে।পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গুন্ডা বদমাইশদের উত্তরপ্রদেশের মত এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পাল্টা দিয়েছে তৃণমূল তাদের বক্তব্য এটাই বিজেপির সংস্কৃতি জানাল তৃণমূল।{ads}
       মঙ্গলবার বাগনানে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি উপস্থিত হয়ে বলেন, এখানে অনেক রাজা গজা আছে। ক্ষমতায় এলে রাজা গজাদের বিকাশ দুবে করে দেবো।বাগনানের গুন্ডা মস্তানদের পকেটে পুরে রাখে বিজেপি। উত্তরপ্রদেশে গুন্ডারা এখন জেল থেকে বের হতে ভয় পায়। তারা জেল থেকে বের হতে চাই না। যদি আবার গাড়ি এক্সিডেন্ট হয়।

 

তৃণমূল কংগ্রেস কর্মকর্তা পাল্টা জবাবে বলেন এমনটাই বিজেপির সংস্কৃতি। বাংলার সংস্কৃতি এমনটা নয়। ওরা যত এই ধরনের কথা বলবে মানুষের থেকে দূরে সরে যাবে। ওদের ক্ষমতা অধরায় থাকবে।{ads} 
 

sayantan basu interview sayantan basu speech sayantan basu bjp gujarat encounter sohrabuddin gujarat encounter specialist gujarat police encounter specialist bjp song bjp mann ki baat bjp india west b

Last Updated :