header banner

উত্তপ্ত বাংলা , জমি দখলের লড়াই

article banner

এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই , গনতন্ত্র আজ ভূলুণ্ঠিত , পুলিশ শাসক দলের ক্যাডারের মতো আচরণ করছে । প্রকৃত দোষী ব্যক্তিকে গ্রেফতার না করে বেছে বেছে বিজেপি কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে ।মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ।গত ২ বছরেরও বেশী সময় ধরে এমন অভিযোগ করে আসছে বিজেপি।

কি বলছেন বিজেপি নেতা ?


আজ সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে বিজেপি কর্মী সমর্থকরা একটি দলীয় সভার জন্য স্থানীয় পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি মাঠ পরিদর্শন করতে  গেলে সেখানে তাঁদের আক্রমণ করেন জগদীশপুরের তৃণমূলের নেতা দোর্দন্ড প্রতাপ গোবিন্দ হাজরা এমনই অভিযোগ বিজেপির। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা গোবিন্দ হাজরা বলেন মিথ্যা কথা বলা আর প্রতারণা করাই বিজেপির কাজ , বরং তিনি নিজে আক্রান্ত হয়েছেন বিজেপি আশ্রীত দুস্কৃতিদের হাতে ।এই ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসা করছেন।
 গোবিন্দ হাজরা বলেন তাঁর সঙ্গে দেহরক্ষী আছে বলে তিনি প্রাণে বেঁচে যান তা  না হলে সশস্ত্র দুস্কৃতিদের হাতে তাঁর বড়োসড়ো আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল ।
বিজেপি ও তৃণমূলের সংঘাতের ঘটনার পরে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করেন  বিজেপি কর্মী ও সমর্থকরা ।বিজেপির অভিযোগ পুলিশ এবং র‍্যাফ বিজেপি কর্মী সমর্থকদের লাঠি চার্জ করে। পুলিশের লাঠি চার্জের ঘটনার প্রতিবাদে ডি.এম. বাংলোর সামনের রাস্তা দীর্ঘক্ষন অবরোধ করে রাখেন বিজেপি কর্মী সমর্থকরা এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছি ততই উত্তপ্ত হচ্ছে এই বাংলার রাজনীতি ।

কি বলছেন তৃণমূল নেতা ? 


 

TMC bjp india bjp song breaking news black lives matter howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news today bengali howrah news today live donald trump us elect

Last Updated :