header banner

অশান্তির শেষ কোথায় ?

article banner

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা, বিধানসভা নির্বাচনের পর থেকে অশান্তির বিরাম নেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মাদ্রাল কাঁটাবটতলা এলাকায় বাড়ি বিজেপি কর্মী গৌরাঙ্গ সরকারের। গতকাল, মঙ্গলবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বোমাবাজির পাশাপাশি বাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় এক বিজেপি কর্মীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। 

{link}
নির্বাচনের ফল বেরনোর পর থেকেই অশান্ত মাদ্রাল এলাকা। এলাকার বহু বিজেপি কর্মী-সমর্থক ঘরছাড়া। বেশ কিছু বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বোমাবাজিও করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। ওই রাতে গৌরাঙ্গের বাড়িতে হামলা চালানোর সময় তাঁকে বাঁচাতে বেরিয়ে আসেন বিজেপি কর্মী সীমা অধিকারী। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয়। শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসকদলের।

{link}
গৌরাঙ্গের অভিযোগ, বিজেপি করায় এই তাণ্ডব চালিয়েছে তৃণমূল। গৌরাঙ্গ আরও বলেন, ভোটের ফল বেরনোর পর আমার বাড়িতে এনিয়ে তিনবার হামলা চালানো হল। আমার পরিবার কোভিড সংক্রমিত। তা সত্ত্বেও দুষ্কৃতীরা বারবার এসব করছে। তিনি বলেন, আমার একটাই অপরাধ, আমি বিজেপি করি। অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কাঠগড়ায় তৃণমূল। 

{ads}

BJP TMC Politics Jagatdal News Bengali Khobor bangla West Bengal 2nd June India সংবাদ রাজনীতি

Last Updated :