header banner

বেলাশেষে কী গৃহে জ্বলবে মঙ্গলদীপ ?

article banner

ঘরের ভীত কি এতই দুর্বল ছিল ? ঘরের এক প্রধান সদস্য ঘর ছাড়তেই বাকি সদস্যরা চললেন তাঁর পিছন পিছনে , এ যেন এক বাঁধন ছাড়া আবেগ ভেঙে পড়েছে বজ্রাঘাত রূপে গৃহের অন্দরে। প্রথমে শুভেন্দু অধিকারী , তারপর জিতেন্দ্র এবার শীলভদ্র দত্ত।জল্পনা তুঙ্গে ছিল তাঁর সিদ্ধান্ত নিয়ে।মকুল রায় ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত আজ তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। একের পর এক সদস্য তাঁদের আদি গৃহ ত্যাগ করে চলে যাচ্ছেন আর রেখে যাচ্ছেন একাধিক প্রশ্ন আর জল্পনা ।সংখ্যালঘু গৃহেও নানা জটিলতা তৈরি হয়েছে।প্রশ্ন, এবার কে ?ভবিষ্যৎ কি এই গৃহের ?

 
বিধানসভা নির্বাচন রাজ্যের দুয়ারে , বিগত নির্বাচন গুলির ন্যায় একুশের নির্বাচনের জাকজমক অনেক বেশী । বাগযুদ্ধ , দলবদল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক মহড়ার সাক্ষী এখনই হয়ে গেছে আসন্ন বিধানসভা নির্বাচন।রাজনৈতিক ঘর যে বাঁধে না , তারই সুর বারবার বেজে উঠছে যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনে । শুভেন্দু অধিকারীর একক ব্যানারের লড়াই থেকে ঘর ভেঙেছে ,কিন্তু শুভেন্দুর পরেই একক ব্যানারে দেখা গেছে রাজ্যের বনমন্ত্রি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যত সময় এগোচ্ছে জল্পনা আরও তীব্র হচ্ছে ।

 
বছরের শেষে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ,তাহলে কি এবার তাসের ঘর পুরো ভেঙে যাবে ? সুপারহিট হবে মেদিনীপুরের অমিত শাহ সভা ? শনিবার মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা।শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূলের বিধায়ক, রাজ্য ও জেলা স্তরের নেতৃবৃন্দ যোগদান করতে পারেন। অমিত শাহের সভায় ঘিরে এই মুহূর্তে চলছে চূড়ান্ত পর্বে প্রস্তুতি।সূত্র মারফত জানা গেছে দুপুর ১২.১৫ নাগাদ  বিএসএফের হেলিকপ্টারে মেদিনীপুর অবতরণ করবেন অমিত শাহ। ১২.২০ মেদিনীপুর হেলিপ্যাড থেকে বেরিয়ে মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করবেন।এলাকা সংলগ্ন সিদ্ধেশ্বর কালীমন্দিরে প্রণাম করবেন। দুপুর ১ টা নাগাদ সিদ্ধেশ্বর কালী মন্দির থেকে বেরিয়ে সড়কপথে শালবনির কর্ণগড় মহামায়া মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। কর্ণগড় মহামায়া মন্দিরে পুজো দেওয়ার পর দুপুর ১.৩০ স্থানীয় বালিজুরি গ্রামে আদিবাসী পরিবার সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। এরপর মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি.।

অন্যদিকে , মেয়র ফিরহাদ হাকিম  শীলভদ্র দত্তের পদত্যাগের ভিত্তিতে জানান শীলভদ্র দত্তের  বাঁচার কোন প্রশ্নই ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতায় তার অপারেশন হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন ।আর এখন তিনি দল ছাড়ছেন। তবে ফিরহাদ হাকিম শুনেছেন  লোকাল তৃণমূল নেতার সাথে তার সেন্টিমেন্টাল কোন ইস্যু  হওয়ায় তিনি দল ছাড়তে চাইছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কোনো সমস্যা হয়নি ।আর জিতেন্দ্র তিওয়ারির দলত্যাগ নিয়ে উনি বলেন যদি দল ছেড়ে যাওয়ার থাকে যেতেই পারে তবে আসানসোলের নাম করে যাওয়ার কোনো কারণ নেই ।হয়তো জিতেন্দ্রর কোনো চাপে রয়েছে। তবে কি চাপে রয়েছে তা তার জানা নেই ।
বিগত এক দশক ধরে সাধের ঘর বেঁধেছিল ঘাস ফুল।মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে , মানুষের পাশে দাঁড়িয়ে একজোট হয়ে এক মহাশক্তিতে পরিনত হয়েছিল।পঞ্চায়েত থেকে বিধানসভা সমস্ত নির্বাচনেই নিজেদের জয় নিশ্চিত করেছে তৃণমূল।কিন্তু একুশের নির্বাচনের আগে তাসের ঘরে এই ভাঙন কার্যত চিন্তায় ফেলে দিয়েছে শাসক দলকে। এবার অপেক্ষায় শনিবারের দিকে , কি হতে চলেছে ?

{ads} 
 

WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 BJP Home Minister Medinipore Amit Shah suvendu adhikari suvendu adhikari latest speech nandigram upazila nandigram bogra nandigram news gardening tips how to ga

Last Updated :