header banner

বিজেপির যুব মোর্চার হাওড়া পৌরসভা ঘেরাও অভিযানে পুলিশের সাথে বচসা, উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ হাওড়া পুরসভা। এই অভিযোগে পুরসভার গাফিলতির প্রতিবাদে হাওড়া জেলা বিজেপি যুবমোর্চার ডাকে আজ হাওড়া পুরসভা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই অভিযান কর্মসূচীকে ঘিরেই হাওড়া কর্পোরেশনের সামনের মহাত্মা গান্ধী রোড হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কর্মী সমর্থকরা হাওড়া ময়দান থেকে এক বিশাল মিছিল করে এসে সেই ব্যারিকেড প্রতিহত করার চেষ্টা করে। সেখানেই বাধা দেয় পুলিশ। পুলিশী বাধায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, বেধে যায় খন্ড যুদ্ধ। দফায় দফায় ব্যারিকেট ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় একজন বিজেপি কর্মী সমর্থক কে আটক করেছে পুলিশ।

{link}
মিছিলে উপস্থিত থাকা এক বিজেপি নেতৃত্ব বলেন, হাওড়া পৌরসভার দেওয়া লিস্টে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। হাওড়া পৌরসভা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ। এর পিছনে অন্যতম কারন পৌরসভায় জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকা। জমা জল থেকেই জন্ম হচ্ছে ডেঙ্গু মশার। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীকালে ডেপুটেশন নিয়ে আরও বড়ো আন্দোলনে নামবে বিজেপি। 
{ads}

news BJP Howrah Corporation Dengue West Bengal সংবাদ

Last Updated :