header banner

হাওড়ায় পূর্ব রেলের ডিভিশনাল কমিটি মিটিং এ বিজেপি ও তৃণমূল সাংসদেরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাজনৈতিক সৌজন্যের বিরল চিত্র হাওড়ায়। সৌজন্যে ভারতীয় রেল। বুধবার  হাওড়ায় পূর্ব রেলের ডিভিশনাল কমিটি মিটিং এ যোগ দেন একইসাথে বিজেপি ও তৃণমূল সাংসদরা। যে চিত্র বর্তমানে কার্যত বিরল। এদিন বৈঠক শেষে পশ্চিমবঙ্গকে হাওয়ালা দূর্নীতি বাসস্থান বলে মন্তব্য, করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি পরিবারতন্ত্র বিজেপিতে নয় তৃণমূলে আছে বলেও মন্তব্য করলেন। সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে রাজনীতির কোন যোগ নেই বলে মন্তব্য করেন, এবং আগামী দিনে দাদাকে অরো বড়ো কোন পদে দেখার আশাও প্রকাশ করেন তিনি।  বিজয়ার পরে তৃণমূলের সাংসদদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়েছে বলেও জানালেন তিনি। অন্যদিকে দূর্নীতি ঢাকতেই মোমিনপুরের ঘটনা বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি ঘটনার সময়ে গোটা এলাকা বিদ্যুৎহীন থাকা নিয়েও সি ই এস সিকে দোষারোপ করেন তিনি। 

{link}
অন্যদিকে বৈঠক শেষে বেরিয়ে এসে সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে সরাসরি বিজেপির চক্রান্ত, বাঙ্গালিকে অপমান করার নজির বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের শুরু হয়ে গেলেও বিজেপির নিচুর তলায় বুথ লেভেলে লোকবল না থাকায় বিজয় সম্মেলনী না করতে পারছেনা বলেজনান সৌগত বাবু। পাশাপাশি রাজ্যে বিজেপি আসার পরে, টাকার লেনদেন বেড়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যার ফলে রেলের বৈঠকে সৌজন্য সাক্ষাতের পরেও দরজার বাইরে সবাই সবার নিজ রাজনৈতিক চরিত্রতেই অব্যাহত রইলেন। রাজনীতি, না তা ভোলা বড়োই কঠিন… 
আজকের বৈঠক থেকে বেরোনোর পর সকলেই রেলের তারিফ করেছেন। একমাত্র তৃণমূল সাংসদ সৌগত রায় এই বৈঠক দেরি করে হয়েছে বলে অভিযোগ করেন। বর্তমানে এহেন বৈঠক যে অত্যন্ত গুরুত্ব বহন করে তা স্পষ্ট। 
{ads}

news Howrah Indian Railways TMC BJP meeting সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article