header banner

মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে বাঁকুড়ায় পথ অবরোধ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ 'বোমা বাজি করে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে শাসক তৃণমূল' অভিযোগ তুলে বাঁকুড়ার পাত্রসায়েরের কাঁকরডাঙ্গা মোড়ে পথ অবরোধ বিজেপির। শনিবার দুপুরে দলের রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে কাঁকরডাঙ্গা মোড়ে রাস্তার উপর বসে পড়েন ঐ দলের নেতা কর্মীরা। বেশ কিছুক্ষন ধরে পথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

{link}

সৌমিত্র খাঁ-র অভিযোগ, তাঁরা সদলবলে স্থানীয় বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা তাঁদের লক্ষ্য করে 'কামানের মাধ্যমে বোমা ছোঁড়ে'। রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনারকে এক হাত নিয়ে তিনি আরো বলেন, যেখানে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে ভোট কি করে হবে! 'চুরির টাকা, কয়লার টাকা, বালির টাকা, শিক্ষক নিয়োগে দূর্ণীতির টাকা' এই বোমা তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছে, আর এসবের বিরুদ্ধেই তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তিনি জানান।

{ads}

news. BJP West Bengal Bankura সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article