header banner

করুনাময়ীতে চাকরি প্রার্থীদের উপর পুলিশি বর্বরতার প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: প্রাথমিক চাকরী প্রার্থীদের উপর পুলিশী বর্বতার অভিযোগ তুলে প্রতিকী পথ অবরোধ বিজেপির। শুক্রবার বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিষ্ণুপুর-কলকাতা ভায়া আরামবাগ এস.এইচ-২ এর উপর বিষ্ণুপুরের দ্বারিকা এম.আই.টি মোড়ে পথ অবরোধে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। সকালে বেশ কিছুক্ষন ধরে পথ অবরোধ করে শ্লোগান দিয়ে করা হয় বিক্ষোভ প্রদর্শন। এই সাময়িক পথ অবরোধের কারনে বেশ কিছুক্ষনের জন্য আটকে পড়েন যাত্রীবাহি ও পণ্যবাহি যানবাহন।

{link}
উল্লেখ্য বিষয়, উচ্চ আদালতের নির্দেশের পর থেকেই নরমে-গরমে বোঝানোর পালা চলছিল। সল্টলেকের করুণাময়ী চত্বর থেকে অবস্থানরত টেট (TET) চাকরিপ্রার্থীদের উঠে যেতে হবে। ১৪৪ ধারা মোতায়েন থাকায় সেখানে জমায়েত নিষিদ্ধ। সেই কারণে বিক্ষোভকারীদের ওই জায়গা ছেড়ে চলে যেতে হবে। বৃহস্পতিবার দিনভর বারবার মাইকিং করে এমনই ঘোষণা করছিল পুলিশ। কিন্তু তাতে কাজ না হওয়ায় মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে হঠিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। অনেকের উপর শারীরিকভাবে বল প্রয়োগ করে টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে অভিযোগ। পুলিশি অভিযানের পর থেকে খোঁজ মিলছেন ৩জন অনশনকারীর। তার প্রতিবাদেই আজ রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। 
{ads}

news Bankura protest TET West Bengal সংবাদ

Last Updated :