শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নানা টাল বাহানার পড়ে অবশেষে বৃহস্পতিবার তমলুকে শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলের অনুমতি দেয় কলকাতা উচ্চ আদালত। এদিন তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত হয় এই মিছিল। মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক। মূলত, 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগান ও পোস্টার হাতে নিয়ে এই মিছিল সারেন শুভেন্দুরা (Suvendu Adhikari)।
{link}
বার্তা একটাই, এবার রামনবমীর মিছিল হবে বিরাট ভাবে। সবাই নিরাপদে ভয় দূরে সরিয়ে রেখে হিন্দুত্ব উৎসবে মেতে উঠুন। হিন্দু জাগরণ ঘটেছে, তা এই সরকারকে বুঝিয়ে দিন, এদিন কার্যত এমন বার্তাই দেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে মিছিল থেকে বার বার ওঠে ধৰ্মীয় শ্লোগান। মিছিলের শেষে সভা থেকে শুভেন্দু বলেন, "প্রথমেই আমি ধন্যবাদ জানাব হাইকোর্টকে আমাদের মিছিল করার অনুমতি দেওয়ার জন্য। কেননা তমলুক (Tamluk) একটা রুচি সম্মত শহর। এখানে ধর্মীয় মানুষদের বাসস্থান।
{link}
কিন্তু সেখানেই জিহাদিরা যখন এসে তাণ্ডব করল তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে পালাল। ওঁদেরকে রোখার বদলে নিজেরাই গা ঢাকা দিল। তাই এরাজ্যের সনাতনীরা তখনই মুক্তি পাবেন, যখন মুখ্যমন্ত্রী প্রাক্তনী হবেন। তাই শপথ নিন যেরকম ভাবে এখান থেকে প্রধানমন্ত্রীকে দুটি লোকসভা দিয়েছেন আপনারা, সেরকম ভাবে বিধানসভায় দিতে হবে ১৮০টি আসন। তাহলেই মুখ্যমন্ত্রী করবেন পদত্যাগ আর এরাজ্যের হিন্দুরা শান্তিপূর্ণ ভাবে সবকটি হিন্দু অনুষ্ঠান, রীতিনীতি মেনে চলতে পারবেন"।
{ads}