header banner

লকডাউনে টাকার প্রলোভন দেখিয়ে দলে টানতে চেয়েছিল বিজেপি: সায়ন্তিকা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: লক ডাউন পিরিয়ডে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যখন শ্যুটিং বন্ধ ছিল তখন বিজেপি টাকার প্রলোভন দেখিয়ে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিস্ফোরক দাবি করলেন চিত্রাভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জী। মঙ্গলবার খাতড়া ব্লক তৃণমূলের উদ্যোগে মুকুটমনিপুরে দলের বিজয়া সম্মেলনীর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। যে মন্তব্যটি নিয়ে বর্তমানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। 

{link}
অভিনেত্রীর বক্তব্য অনুযাই, যখন কোভিডের কারনে শ্যুটিং বন্ধ ছিল, তখন সকলেরই মাথায় চিন্তা ছিল। অর্থাভাবের কারনে সকলেরই দুশ্চিন্তায় দিন কাটছিল। তৃণমূল নেত্রীর মতে সেই পরিস্থিতিরই সুযোগ নিতে চাইছিল বিজেপি। একাধিকবার অর্থের প্রলোভন দেখিয়ে দলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তিনি দল পরিবর্তন করতে চাননি। তার এই মন্তব্য কতোটা সত্য সেই বিষয়টি নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে। যদিও বিজেপি দলের কোন নেতা-কর্মীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনরকম প্রতিক্রিয়া আসেনি। 
{ads}

news lockdown BJP TMC Sayanatika Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article