header banner

Sonarpur : বিজেপির পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে। এই ওয়ার্ডের মোট ১২ টি বুথের নয়টি বুথেই জয়লাভ করেছে বিজেপি।

{link}

ওয়ার্ডের সব কটি বুথ মিলিয়ে একশোরও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

{link}

এদিকে বর্ধমানেও বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চেপে এসে হামলা চালায়। ইট, লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। যদিও তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকন্দলের ফলে এই ঘটনা ঘটেছে।

{ads}

News Breaking News BJP PM Modi TMC Mamata Banerjee Rajpur Sonarpur Violence Police Burdwan Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politician Election Result

Last Updated :