header banner

হাওড়ায় ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ পুরসভা, অভিযোগ তুলে কর্পোরেশনের সামনে বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে হাওড়া পুর এলাকায়। এহেন অবস্থায় পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভার গেটের সামনে ফগিং মেশিন এবং মশার মডেল হাতে বিক্ষোভ দেখালো বিজেপি। আজ বিজেপির রাজ্য নেতা উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা হাওড়া পুরসভার গেটের সামনে ফগিং মেশিনের সাহায্যে ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখায়। যদিও পুরসভার গেট বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ মিছিল পুরসভার অন্দরে যেতে সক্ষম হয়নি।

{link}
আজকের এই প্রতিবাদ সম্পর্কে উমেশ রাই বলেন, হাওড়া পুরসভার আধিকারিক থেকে শুরু করে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণ মানুষ প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় পুরসভার প্রশাসকমন্ডলী শুধু বৈঠক করে চলেছেন। এই বৈঠক করে কিছু হবেনা। মশার তেল ছড়িয়ে লার্ভা মারার পাশাপাশি ধোঁয়া স্প্রে করে মশা ধ্বংস করতে হবে। এই পুরসভার হাতে ফগিং মেশিন পর্যন্ত নেই। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই কারনেই এই বিষয়টির প্রতিবাদে তারা এদিন প্রতীকী বিক্ষোভ দেখালেন। পুরসভা এই নিয়ে ঠিকমতো ব্যবস্থা না নিলে বিজেপি বড়সড় আন্দোলন করে হাওড়া পুরসভা ঘেরাও করবে বলে তিনি হুমকি দিয়েছেন তিনি। এর পাশাপাশি উমেশ রাই বলেন, হাওড়ায় পুরভোটের আগে যে ডিলিমিটেশন করা হয়েছে তা আমরা মানিনা। যেখানে শাসক দল দুর্বল বা যেখানে বিরোধী কাউন্সিলর আছেন সেখানেই ওয়ার্ড ভাঙা হয়েছে। তৃণমূল ছাড়া সব বিরোধী দলই এই একপেশে ওয়ার্ড পুনর্বিন্যাসের সমালোচনা করেছে। বিষয়টি নিয়ে রীতিমতো বাগযুদ্ধ চলছে হাওড়ার রাজনৈতিক মহলে। তবে বর্তমানে হাওড়া শহরে ডেঙ্গুদমনে যে কিছুটা হলেও ব্যর্থতার সম্মুখীন হয়েছে পুরসভা সেই বিষয়টিকেই মান্যতা দিচ্ছেন সাধারন মানুষের একাংশ। দুর্গাপুজোর আগে রীতিমতো প্রানভয়ে ঘরের দরজা-জানালা সমস্ত কিছু বন্ধ করে বসেছিলেন হাওড়ার একটি নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দারা।
{ads}

news Howrah Dengue BJP portest West Bengal সংবাদ

Last Updated :