header banner

করুনাময়ীতে গতকাল পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে হাওড়ায় বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: করুনাময়িতে অবস্থানকারীদের ওপর গতকাল রাতে পুলিশি নিগ্রহের প্রতিবাদে বিজেপি হাওড়া জেলা সদর দপ্তরের সামনে পঞ্চান্নতলা রোড অবরোধ বিজেপি কর্মীদের। শুক্রবার দুপুরে সেখানে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। ভারতীয় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি মহিলা মোর্চার কর্মী সহ পার্টির জেলা স্তরের নেতৃবৃন্দও। প্রায় ২০ মিনিট চলে এই বিক্ষোভ কর্মসূচি, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চান্নতলা রোড। তারপর নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

{link}

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য শম্পাদক উমেশ রাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদায়ের শেষ ঘন্টা বেজে গেছে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, সিঙ্গুরে আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জী। তিনি সেই আন্দোলনের মধ্য দিয়ে আজ ক্ষমতায় রয়েছেন। যারা প্রকৃত শিক্ষিত তাঁরা চাকরি পাচ্ছেননা। বরং তাদের চাকরি চুরি করা হয়েছে, কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে চাকরির পদ বিক্রি করে। সেই লুঠেরাদের বিরুধ্যে ব্যবস্থা না নিয়ে যোগ্য প্রার্থীদের বিরুধ্যে মধ্য রাতে আক্রমণ সানানো হয়েছে। তা মেনে নেওয়া হবেনা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উমেশ রাই। রাজ্যজুড়ে আজ বিভিন্ন প্রান্তে গতকাল রাতের ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি। সেই তালিকা থেকে বাদ পড়ল না হাওড়াও। 
{ads}

news protest TET Karunamayi West Bengal সংবাদ

Last Updated :