header banner

হুগলি-চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, হুগলী: হুগলী-চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সরস্বতী পালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির। বুধবার সকালে বিক্ষোভের কারনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে হুগলী-চুচুঁড়া পুরসভার সামনে। প্রসঙ্গত বুধবার সরস্বতীর বিরুদ্ধে পুর-নিয়োগে স্বজনপোষণের অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই বৃহস্পতিবার সকালে পুরসভার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। দলের হুগলি মন্ডলের সভাপতি রাকেশ যাদবের নেতৃত্বে পুর-গেটের সামনে চলে বিক্ষোভ। তারপরে পুরসভার ভিতরেও ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

{link}

বিক্ষোভকারীদের অভিযোগ এই সরস্বতী পাল স্বজনপোষনের মাধ্যমে প্রায় ৪১ জন কে চাকরি করে দিয়েছেন। অভিযোগের ভিত্তি হিসেবে সম্পূর্ণ তালিকাও প্রস্তুত করে এনেছেন তারা। তাদের দাবি অবিলম্বে এই সরস্বতী পাল কে কাউন্সিলারের পদ থেকে সরাতে হবে। এই বিক্ষোভ ঘিরেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই প্রসঙ্গে যদিও এখনও পর্যন্ত সরস্বতী পালের কোন প্রতিক্রিয়া মেলেনি।

{ads}

news Hooghly protest BJP West Bengal সংবাদ

Last Updated :