header banner

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: রোম যখন পুড়ছিল, তখন বাঁশি বাজাচ্ছিলেন শাসক নিরো। প্রায় একই ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়ও। সৌজন্যে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বাহিনীর অত্যাচারে যখন জ্বলছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, তখন শ্যুটিংয়ে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় একটি রিয়েলিটি শোয়ে অংশ নেবেন তিনি।

{link}

সেই শোয়েরই শ্যুটিং চলছে হাওড়ায়। জানা গিয়েছে, এই শোয়েই ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাটিকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যাচ্ছেন না সেখানকার নির্যাতিতাদের কথা শুনতে। তিনি দিদি নং ১ এর শ্যুটিংয়ে ব্যস্ত।

{link}

দিদি নম্বর ১ শীর্ষক রিয়েলিটি শোয়ে যোগ দিয়ে জীবন সংগ্রাম কিংবা সাফল্যের কাহিনি তুলে ধরেন মহিলারা। এই কাহিনি শোনার পর তাঁদের জন্য থাকে গেমের ব্যবস্থাদিন কয়েক আগে রচনাকে নবান্নে দেখা যায়। তার পরেই প্রশ্ন ওঠে, তাহলে কি দিদি নম্বর ওয়ানে অংশ নিতে তিনি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে। এ ব্যাপারে অবশ্য রচনা কিছু বলেননি। মুখ খোলেননি তৃণমূল নেত্রীও।

 

(ads)

news Sukant Majumdar BJP সংবাদ

Last Updated : a year ago