শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যেই সময় বাংলাদেশে (Bangladesh) চলেছে প্রবল হিন্দু বিদ্বেষ, ভাঙ্গা হচ্ছে বিভিন্ন মন্দির, ঠিক তখন বিতর্ককে উস্কে দিয়ে ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন যে তিনি মুর্শিদাবাদে (Murshidabad) নতুন করে বাবরি মসজিদ তৈরী করবে। আর তা নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। সেই বাবরি মসজিদের (Babri Masjid) জন্য কীভাবে অর্থের সংস্থান হবে, সেটারও একটা রূপরেখা দিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, মসজিদ নির্মাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করবেন। তিনি নিজেও দেবেন এক কোটি টাকা।
{link}
ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, ‘হুমায়ুন কবীরের বাবার নাম বাবর নাকি? হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করার ইচ্ছা কেন হল?’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, অতীতেও বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ-প্রশাসন। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাননি বলেই হুমায়নের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কিনা, সেই বিষয়ে প্রশ্ন করেন তরুণজ্যোতি।
{link}
এই নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন, সকলকে সংযত হওয়ার জন্য বিধানসভায় হুমায়ুন ভাষণ দিচ্ছিলেন। আগে নিজের লোকেদের আগে সংযত করা উচিত তাঁর। আর তাছাড়া ভিতরে দাঁড়িয়ে হুমায়ুন বলছিলেন যে ২০২৫ সালের ৬ ডিসেম্বরই মসজিদের উদ্বোধন করবেন। কিন্তু পরে তাঁর লোকজন হয়তো বুঝিয়েছেন যে ওরকম হবে না। যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা ভোটে ফায়দা তোলা যায়। এই মুহূর্তে হুমায়ুনের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
{ads}